আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক সভা

রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক সভা

by Prokash Kal
১৪৪ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে তামাক নিয়ন্ত্রণে এলজিআই গাইডলাইন বাস্তবায়ন বিষয়ক এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (LOFS)-এর আয়োজন এবং এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় রোববার (২৭ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর স্থানীয় সরকার উপপরিচালক মোঃ জাকিউল ইসলাম।

এতে রাজশাহীর ১৪টি পৌরসভার প্রশাসক ও পৌর নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন স্বাগত বক্তব্য রাখেন। তিনি তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেন।

সভায় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে আগামী দিনে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর মধ্যে রয়েছে তামাক নিয়ন্ত্রণে প্রচার-প্রচারণা বৃদ্ধি, অবৈধ বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, স্থানীয় সরকার গাইডলাইন অনুযায়ী পৌরসভাগুলোর নিজস্ব বাজেটে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়কেন্দ্রের জন্য স্থানীয় সরকার নির্দেশিকার ৮.১ ধারা অনুযায়ী আলাদা লাইসেন্স প্রদানের উদ্যোগ নেওয়া।

সভায় এইড ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক শাগুপ্তা সুলতানা একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সঞ্চালনায় ছিলেন এইড ফাউন্ডেশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনীক।

আলোচকরা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সভা তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করবে এবং তামাকমুক্ত রাজশাহী গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত