১৬০


নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহেল রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ বাজারের ইসলামী ব্যাংকের নিচ থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহেল রানা শিবগঞ্জ থানার বাররশিয়া গ্রামের মো তরিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।