আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি চাঁদাবাজের তালিকায় জামায়াতকে জড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

চাঁদাবাজের তালিকায় জামায়াতকে জড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

by Prokash Kal
১০২ views

নিজস্ব প্রতিবেদক:

সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ‘চাঁদাবাজ’ শিরোনামে রাজশাহীর ১২৩ জনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। ওই তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে উল্লেখ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর।

মঙ্গলবার (২৯ জুলাই) এক যৌথ বিবৃতিতে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর মাওলানা ড. কেরামত আলী এবং মহানগর সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল এই অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, “যাদের নামের পাশে জামায়াত সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, বাস্তবে তারা জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি নন। তাদের নাম, পিতা কিংবা ঠিকানার সঙ্গে জামায়াতের কারো কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এই তথাকথিত তালিকাটি কে বা কারা তৈরি করেছে, তার কোনো নির্ভরযোগ্য উৎস বা দায়িত্বশীল সংস্থার নাম উল্লেখ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এই তালিকা সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি। এতে স্পষ্ট যে, জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল এ অপচেষ্টা চালাচ্ছে।”

তারা বলেন, জামায়াতে ইসলামী সবসময় সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং থাকবে। দলটির কোনো সদস্য কখনোই চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।

বিবৃতির মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মহলকে এই ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত