
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২০২৫ সালের ঐতিহাসিক ‘জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান’-এর স্মরণে ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শাহজাদপুরের প্রখ্যাত রাজনীতিবিদ ও গণমানুষের নেতা প্রফেসর ড:.এম এ মুহিত। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন তিনিই।
বক্তব্যে ড: মুহিত বলেন,“দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ নিপীড়নের শিকার ছিল। কিন্তু ছাত্র-জনতার ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে অবশেষে স্বৈরাচারী সরকারের পতন ঘটে। আজ সেই আমাদের গৌরবের দিন। এ বিজয় শুধু রাজনৈতিক নয়, এটি জনগণের মুক্তির প্রতীক। আমার প্রিয় শাহজাদপুরবাসীর পাশে অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন (হিরু) সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান (আরিফ), সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন (সবুজ) পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা.যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী. বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা.অ্যাডভোকেট আব্দুর রায়হান. পৌর সাংগঠনিক ইয়াসিন আলী এবং যুবদলের সিনিয়র আহ্বায়ক জাহিদুল ইসলাম.আহবায়ক আব্দুল্লাহ আল মামুদ.শাহজাদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ বখতিয়ার স্বেচ্ছাসেবক দলের মাসুম. আরাফাত ইসলাম রবিউল.ছাত্রদলের সাবেক জিএস আল আমিন হোসেন শাহজাদপুর সরকারি কলেজের ছাত্রদলের আরাফাত ইসলাম আদিব ও সাব্বির হোসেনসহ আরও অনেকে।
নেতারা বলেন, ছাত্র-জনতার ঐক্য, সাহস ও আত্মত্যাগের ফসল এই গণঅভ্যুত্থান। গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। তারা ভবিষ্যতে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহজাদপুরে দিনটি পালন করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উৎসবমুখর পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস শাহজাদপুরের রাজনীতিতে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়।