
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণহত্যা দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গভীর শ্রদ্ধা ও বিনম্রতায় স্মরণ করেছে সেইসব বীর শহিদদের, যাঁরা এই দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। সোমবার (৫ আগস্ট) সকালে সিঅ্যান্ডবি মোড় প্রাঙ্গণে অবস্থিত “শহিদ জুলাই স্মৃতিস্তম্ভে” পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, এবং আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের সবাই মিলেই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আরএমপির পক্ষ থেকে জানানো হয় সেইসব শহিদদের প্রতি শ্রদ্ধা, যাঁরা জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য। তাঁদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে বিভাগীয় কমিশনার, রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ কমিশনারসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা জুলাই আন্দোলনের শহিদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন।
এই আয়োজন রাজশাহীর ইতিহাস ও স্মৃতিকে আরও গভীরভাবে ধারণ করে। আরএমপির এমন উদ্যোগ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশের প্রতি দায়িত্ববোধ, আত্মত্যাগ ও দেশপ্রেমের মূল্য শেখাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মত দেন অনেকে।