
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজসহ সারাদেশে গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণের লক্ষ্যে এক জরুরি সভার আহ্বান করা হয়েছে।
আজ শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টায় রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।
সভায় রাজশাহী প্রেসক্লাবের সদস্যবৃন্দ, রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে সম্মিলিত প্রতিবাদ গড়ে তোলার জন্য সভায় সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি অনিবার্য বলে জানানো হয়েছে।
সভা থেকে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে প্রেসক্লাব সূত্রে জানা গেছে।
রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘৃণ্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা শুধু একজন সাংবাদিক নয়, সমগ্র মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষের মানুষের নৈতিক দায়িত্ব।