আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

শাহজাদপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

by Prokash Kal
১১৫ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গাজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শাহজাদপুর পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাহজাদপুর উপজেলা শাখা। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক আবুল কাশেম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী, সিনিয়র সাংবাদিক সাগর বসাক, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম. আমিনুল হক বাবু. পলাশ এবং সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল ও কোষাধ্যক্ষ সেলিম তালুকদার.সহ-সাংগঠনিক মোঃ শাহান আলী , সদস্য তারেক, সাহেব আলী, হিরু, অন্তু।সাংবাদিক রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিক ও সাধারণ সম্পাদক হাজী তামিম, বিএমএসএফ কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা দায়িত্ব পালনকালে হামলা, মামলা, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। সর্বশেষ দুই দিন আগে দিবালোকে গাজীপুরের সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে এবং সাংবাদিক আনোয়ারকে ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে এটি দেশের জন্য লজ্জাজনক ও উদ্বেগজনক ঘটনা।

তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) প্রদানের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত