আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী পানিবন্দি চরখানপুরের কয়েকশ পরিবারের পাশে নাসির হোসেন অস্থির

পানিবন্দি চরখানপুরের কয়েকশ পরিবারের পাশে নাসির হোসেন অস্থির

by Prokash Kal
১৬৭ views

নিজস্ব প্রতিবেদক:

ভারী বর্ষণ ও উজানের ঢলে পদ্মা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে রাজশাহীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে চরখানপুর এলাকার বহু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নাসির হোসেন অস্থিরের পক্ষ থেকে পানিবন্দি ৩০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় । ত্রাণ হিসেবে শুকনো খাবার, ওষুধ, খাবার স্যালাইন দেওয়া হয়।

উপস্থিত রাজশাহী মহানগর সাবেক ছাত্রদল নেতা শহীদুল বলেন, মানুষের দুর্দশা লাঘবে সবসময় পাশে থাকার চেষ্টা করছি। পানি নেমে যাওয়া পর্যন্ত এবং স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

পানিবন্দি এলাকাবাসী জানান, পানির উচ্চতা ক্রমশ বাড়ছে। এতে তাদের ঘরবাড়ি প্লাবিত হয়েছে, রান্না-বান্না বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিশেষ সংকটে পড়েছেন তারা, কারণ শুকনো স্থান না থাকায় পশুগুলোও পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, মতিয়ার থানার কৃষক দলের সদস্য সচিব লিটন, জাতীয়তাবাদী বিপ্লবী দলের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক রাফাদ উদ্দিন, মতিয়ার থানা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি ভুট্টু, মতিয়ার থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বকু।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত