আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ৩

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ৩

by Prokash Kal
১৭৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কাদিরগঞ্জে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের মাজার সংলগ্ন “ডক্টর ইংলিশ” নামক কোচিং সেন্টারে সেনাবাহিনী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) যৌথ অভিযান পরিচালনা করে ৩জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ১টার দিকে এ অভিযান শুরু হয়। সেনাবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার মো: শফিউল আলম লাট্টুর ছেলে মো: মোন্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩), একই এলাকার মো: খলিলুর রহমানের ছেলে মো: ফয়সাল (৩৫) এবং একই থানার দড়ি খরবোনা এলাকার মৃত শামীমের ছেলে মো: রবিন (২৫)।

অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ৬টি দেশীয় অস্ত্র, ৭টি বিদেশি ধারালো ডেগার, ৫টি ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিপুলসংখ্যক দেশি-বিদেশি কার্টিজ, অব্যবহৃত সিমকার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ৬টি কম্পিউটার সেট, নগদ ৭ হাজার ৪৪৫ টাকা, বিভিন্ন দেশি-বিদেশি মদ, ১১টি নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে)

সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃতদের মধ্যে প্রধান সন্দেহভাজন আনিন্দো রাজশাহীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের ভাতিজা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে এবং অভিযানের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত