
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এক মাদক কারবারির বিরুদ্ধে র্যাবের ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নগরীতে সংবাদ সম্মেলনে র্যাবের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন তিনি। তবে র্যাবের দাবি, ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা চলমান এবং অবৈধ মাদক ব্যবসা করে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. সাজাহান। তিনি নগরীর বুধপাড়া চার রাস্তার মোড় এলাকায় বসবাস করেন। তার পৈতৃক বাসা চাঁপাইনবাবগঞ্জের মসজিদপাড়া এলাকায়। সংবাদ সম্মেলনে তার স্ত্রী লামিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। তার বিরুদ্ধেও মামলা রয়েছে।
তারা র্যাবের এক এসআইয়ের বিরুদ্ধে নির্যাতন, মিথ্যা মামলার হুমকি ও পরিবারকে হয়রানির অভিযোগ করেন। লামিয়া ও সাজাহানের দাবি, গত ৮ আগস্ট রাতে অভিযানে গিয়ে সাজাহানকে নির্যাতন করা হয়। এ ঘটনার বিচারেরও দাবি জানান তারা।
তবে র্যাব বলছে ভিন্ন কথা। দুপুরে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, সাহাজানের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে। তিনি নগরীর শীর্ষস্থানীয় একজন মাদক কারবারি। মাদক ব্যবসা করে বিপুল সম্পদ গড়েছেন তিনি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব অভিযান চালায়।
র্যাব আরও জানিয়েছে, মাদক ছাড়াও অস্ত্র কারবারের সাথে জড়িত সাহাজান। চক্রের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা সাহাজাহানের কথা বলেছেন। এছাড়া চক্রের সদস্যরা পিস্তলে গুলি ভরে গুলি চালানোর একটি ভিডিও ফুটেজও গণমাধ্যকর্মীদের হাতে এসেছে।
র্যাবের দাবি, এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালানো হয়। তাদের ওপর কোনো নির্যাতন বা আইন বহির্ভূত কিছু করা হয়নি। অথচ উল্টো তারা সংবাদ সম্মেলন করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে র্যাবের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আইনশঙ্খলা রক্ষা, অবৈধ মাদক ও অপরাধ দমনে র্যাব কঠোর অবস্থানে থাকবে বলে র্যাব-৫ রাজশাহীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।