
গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি:
শাহজাদপুর পৌরসভা পাঁচ নং ওয়ার্ড পারকোলা গ্রামে যুব সমাজের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ
এ সময় অতিথিরা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সবাইকে নিজেদের বাড়ি-আঙিনা, রাস্তার ধারে ও পতিত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, ‘একটি গাছ একটি জীবন’ এ স্লোগানকে সামনে রেখে সবাইকে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।