আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজাদপুরে দোয়া ও আলোচনা সভা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাহজাদপুরে দোয়া ও আলোচনা সভা

by Prokash Kal
১১৮ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নুকালী গ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় মোনিনুজ্জামান মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুরের উন্নয়নের রূপকার প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের ছোট ভাই, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ওয়াসেক খান মজলিস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত সরোয়ারের আরেক ভাই আনোয়ার সাদাত খান মজলিস (রিয়াজ), জিয়া মঞ্চের আহ্বায়ক হারুনর রশীদ কাজল, বিএনপি নেতা রফিকুল হায়দার পিটার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ মো. ইসলাম, শিহাব খান, রুবেল হোসেন, আলিম শেখ, নবি নেওয়াজ লিটন, নজরুল ইসলাম, শিপলু শেখ, সালাম শেখ প্রমুখ। এছাড়াও শত শত গ্রামবাসী ও জিয়া মঞ্চের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিন বিকেলে ওয়াসেক খান মজলিস নুকালীতে একটি প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়কে তিনি ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে তিনি বাড়াবাড়ি নদীবন্দর ও আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

পরে তিনি বিএনপি নেতা মনিরুজ্জামান দীপুর প্রয়াত সহধর্মিণীর স্মরণসভায় সঙ্গীয় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত