
শাহান আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ট্যাংক লড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম আলীকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্যাংক লড়ি শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।
রোববার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২৬টি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করে শ্রমিকরা। এতে সারাদেশের ন্যায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ অয়েল ডিপো বাঘাবাড়িতেও কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে।
অর্ধদিবসের এ কর্মবিরতিতে উত্তরবঙ্গ ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বাঘাবাড়ি অয়েল ডিপোর প্রধান ফটকে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। তারা জানান, নেতাকে গ্রেফতারের মধ্য দিয়ে সরকার শ্রমিক সংগঠনের ওপর অযথা চাপ সৃষ্টি করছে। এর প্রতিবাদ জানাতে বাধ্য হয়েই তারা কর্মবিরতিতে গিয়েছেন।
কর্মসূচি চলাকালে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ থাকায় উত্তরবঙ্গের ১৭টি জেলায় জ্বালানি তেল ব্যবহারকারীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা গ্রাহকরা চরম অসুবিধায় পড়েন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আমাদের প্রিয় নেতা আসলাম আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যদি তাকে দ্রুত মুক্তি না দেওয়া হয় তবে শুধু অর্ধদিবস নয়, ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”
শ্রমিকদের এ কর্মবিরতির কারণে শুধু ফিলিং স্টেশন নয়, কৃষক ও পরিবহন ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্ট সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। উত্তরবঙ্গের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ বাঘাবাড়ি অয়েল ডিপোর ওপর নির্ভরশীল হওয়ায় কর্মবিরতির প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা দেয়।
স্থানীয় সচেতন মহল মনে করেন, শ্রমিক নেতার গ্রেফতারের বিষয়টি দ্রুত সমাধান না হলে সামনে আরও কঠোর কর্মসূচি পালিত হলে জ্বালানি খাতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।