আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ শাহজাদপুরে আওয়ামী লীগ নেত্রী রুপা গ্রেফতার

শাহজাদপুরে আওয়ামী লীগ নেত্রী রুপা গ্রেফতার

by Prokash Kal
১৭১ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে হত্যা, মাদক ও ছিনতাইসহ মোট ১৩টি মামলার আসামি এবং দীর্ঘদিন পলাতক থাকা স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রূপা খাতুন (৩০) কে গ্রেফতার করেছে।

রোববার (২৪ আগস্ট) ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে ও তার স্বামী মাহফুজুর রহমানকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রূপা খাতুন শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্যাদাইড় গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের একজন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়কে আড়াল করে তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ছদ্মনাম ব্যবহার করে আত্মগোপনে ছিলেন।

থানা সূত্রের বরাতে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাইসহ নানামুখী অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার এলাকা থেকে তাকে এবং তার স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী সাংবাদিকদের জানান, “রূপা খাতুন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে তিনি সাভার এলাকায় অবস্থান করছেন। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে ও তার স্বামীকে গ্রেফতার করা হয়। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয়দের অনেকে জানান, রূপা খাতুনের গ্রেফতারের খবর এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন। তবে দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আদালতে নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত