
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থা (UNFCCC)-এর শিশু ও যুব কনস্টিটিউয়েন্সি (YOUNGO)-এর উদ্যোগে আয়োজিত LCOY Bangladesh 2025 প্রজেক্টের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে Community Consultation for National Youth Statement।
বুধবার (৩ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।
কনসালটেশনে স্থানীয় তরুণ-তরুণীদের অভিজ্ঞতা ও মতামত সংগ্রহ করা হয়, যা পরবর্তীতে জাতীয় যুব জলবায়ু বিবৃতিতে অন্তর্ভুক্ত করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিশেষজ্ঞ, যুবনেতা এবং তৃণমূল প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, Nationally Determined Contributions (NDCs) এবং Transitional Justice বিষয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা: সাহিদা আখতার । ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন মোঃ দিদারুল ইসলাম।
উক্ত কনসালটেশনে অংশগ্রহণকারী যুব সংগঠনগুলো হলো: National Children’s Task Force (NCTF) Bangladesh, AYAS Bangladesh, Volunteer for Bangladesh (চাঁপাইনবাবগঞ্জ), ASTHA এবং Youth ChangeMakers Network (YCN)।
আয়োজক প্রতিষ্ঠান সিক্ত বাংলাদেশ (Seecto Bangladesh) এবং সহযোগী সংস্থা হিসেবে ছিলেন C3ER (BRAC University), ICCCAD, UNDP Bangladesh, Sheraa Women’s Climate Resilience & Adaptation Alliance। বাস্তবায়ন করেছিলেন Youth ChangeMakers Network (YCN)।
অনুষ্ঠানে স্থানীয় পানির সংকট নিরসন ও কৃষিতে জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সমন্বিত উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, জলবায়ু শাসনে যুবকদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং ন্যায্য পরিবর্তনের জন্য যুব কণ্ঠস্বরকে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তুলে ধরা এই উদ্যোগের প্রধান লক্ষ্য।