আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে এবি পার্টি নেতা নোমানের গণসংযোগ

রাজশাহীতে এবি পার্টি নেতা নোমানের গণসংযোগ

by Prokash Kal
৭৬ views

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (রাজশাহী সদর) আসনে “আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)”-র প্রাথমিকভাবে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সাঈদ নোমান আজ রাজশাহীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তিনি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বিকাল ৫টায় রাজশাহীর আলুপটি এলাকা থেকে তার গণসংযোগ কার্যক্রম শুরু হয়। সেখান থেকে সাহেববাজার হয়ে আবার আলুপটি এসে কর্মসূচিটি শেষ হয়।

গণসংযোগকালে মুহাম্মদ সাঈদ নোমান স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের দুঃখ-কষ্ট আমি খুব কাছ থেকে দেখছি। এবি পার্টির পক্ষ থেকে আমি আপনাদের কথা জাতীয় সংসদে তুলে ধরব এবং রাজশাহীতে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবো।”

এসময় তার সঙ্গে স্থানীয় এবি পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের মাঝে এবি পার্টির নীতি, আদর্শ ও লক্ষ্য সম্পর্কে প্রচার চালান এবং ‘ঈগল’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত