
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর মতিহার থানা উত্তর কৃষক দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিজানের মোড়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরীফুজ্জামান শামীম। তিনি বলেন, কৃষক দল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম শক্তি। কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মতিহার থানা কৃষক দলের সদস্য সচিব আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ, শাওন, রেকারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ।
বক্তারা বলেন, কৃষক দলের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীর জায়গা নেই। তারা আরও বলেন, আপনারা দোয়া করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন নাসির হোসেন অস্থিরকে মনোনয়ন দেন।
এ সময় সাবেক ছাত্রনেতা শহীদ তার বক্তব্যে বলেন, এক সময় বিএনপির পোস্টার লাগানোর মতো মানুষ ছিলো না, আর এখন কিছু ব্যক্তি লোক দেখানোর জন্য আওয়ামী লীগে দলে ঢুকাইতেছেন। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরিকল্পনা করছেন তারা সাবধান হয়ে যান।
কর্মীসভায় মতিহার থানা (উত্তর) কৃষক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা অংশ নেন।