আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home অর্থনীতি তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের আলোচনা সভা

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজশাহীতে অগ্রণী ব্যাংকের আলোচনা সভা

by Prokash Kal
৬২ views

নিজস্ব প্রতিবেদক:

“তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসিতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজশাহীর সাহেব বাজার কর্পোরেট শাখায় সভাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মৃতিচারণ, কুইজ, দেশীয় গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এছাড়াও তরুণ প্রজন্মের জন্য নানা সেবা ও কর্মসূচি ঘোষণা করা হয়।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের জন্য অগ্রণী Smart App Campaign, ডিজিটাল আর্থিক সেবা, বিনা খরচে Student File Opening হিসাব খোলা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের প্রারম্ভিক জমা ছাড়াই হিসাব খোলার সুবিধা চালু থাকবে। এছাড়া সাইবার নিরাপত্তা ও জালনোট চেনার প্রশিক্ষণ, বিনা খরচে রেমিট্যান্স অর্থ প্রদান, প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি, টেকসই উন্নয়ন এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সেবা ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ব্যাংকিং ও আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত করা সম্ভব হবে। এর ফলে শুধু ব্যাংক নয়, দেশের টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এম মাহমুদুর রহমান। অনুষ্ঠানে মোটিভেশনাল বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা ড. ডি এম জহুরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি সাহেব বাজার কর্পোরেট শাখার সহকারী ব্যবস্থাপক ও শাখা প্রধান এম এইচ জগলুল পাশা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অঞ্চল প্রধান মো. লোকমান হাকিম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তরুণদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া মেহজাবিন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত