আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল করায় সিনেট সদস্য পদপ্রার্থী তাহমিদের ক্ষোভ

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল করায় সিনেট সদস্য পদপ্রার্থী তাহমিদের ক্ষোভ

by Prokash Kal
৫৭ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শর্তসাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেট সদস্য পদপ্রার্থী এস এম তাহমিদ হাসান। তিনি বলেন, রাকসু নির্বাচনকে বানচাল করার জন্য পোষ্য কোটা পুনরায় চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি একাডেমিক সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় সিনেট সদস্য পদপ্রার্থী তাহমিদ হাসান বলেন,রাকসু নির্বাচন সামনে রেখে হঠাৎ করে পোষ্য কোটা পুনর্বহাল করাটা প্রশ্নবিদ্ধ। রাকসু নির্বাচনের ঠিক ৭ দিন আগে কেন এই সিদ্ধান্ত নিতে হলো? বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর রক্তক্ষয়ী আন্দোলনের ফসল হিসেবে যে ন্যায়সংগত ভর্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেটাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, পোষ্য কোটা শুধু শিক্ষার্থীদের স্বপ্ন ভঙ্গ করে না, এটি মেধাভিত্তিক শিক্ষাব্যবস্থার পরিপন্থী। রাকসু নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে একটা দ্বিমুখী অবস্থায় নিয়ে আসা হচ্ছে।

শিক্ষার্থীরা জানান, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন এবং রাকসু নির্বাচন বানচাল করার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবেন।

উল্লেখ্য, পোষ্যকোটা পুনর্বহালসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবারের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ২১ তারিখ হতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা। এরই প্রেক্ষিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে এই পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত