
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিম্নগামী হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এসময় বক্তারা অভিযোগ করেন, উত্তরবঙ্গের প্রধান চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বর্তমানে নানা অনিয়ম, দালালচক্র ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসক ও স্টাফদের দুর্ব্যবহার, আউটডোরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও সেবা না পাওয়া, ওয়ার্ডে নোংরা পরিবেশ, নষ্ট যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন।
তারা বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও রাউন্ড নিশ্চিত করতে হবে। ডিউটির সময়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা, প্রতিটি ওয়ার্ডে আলাদা ওয়াশরুম ও নিরাপদ পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং হার্ট ও স্ট্রোক রোগীদের শয্যা সংখ্যা বাড়ানো জরুরি। পাশাপাশি হাসপাতালের ভেতরে থাকা দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
বক্তারা আরও দাবি করেন, রোগীদের অভিযোগ সমাধানে ২৪ ঘণ্টার হটলাইন চালু, সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্নীতিগ্রস্ত স্টাফদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার অবসান না ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।