আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে যুবদল নেতা বাঁধনের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ 

রাজশাহীতে যুবদল নেতা বাঁধনের নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ 

by Prokash Kal
৩৯ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর সুইপেনের মোড়ে নিজস্ব চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাঁধনবলেন, ‘Rajshahi Chhatrashibir-রাজশাহী মহানগর ছাত্রশিবির’ নামে একটি গ্রুপে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ তুলে একটি পোস্ট করা হয়।

উক্ত পোস্টে দাবি করা হয়, রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন একটি জায়গা দখল করে গ্যারেজ ও হোটেল নির্মাণ করেছেন যুবদল নেতা বাঁধন। এছাড়াও তাকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাং পরিচালনার মতো অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আতাউর রহমান বাঁধন।

যুবদল নেতা বলেন, চিড়িয়াখানার সামনে যেই গ্যারেজ রয়েছে তা আমি নই, সিটি কর্পোরেশন নিয়ম মেনে অন্যজনকে লিজ দিয়েছে। অথচ আমার নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি কখনো কোনো জায়গা দখল করিনি। মাদকের বিরুদ্ধেই আমি সবসময় কাজ করেছি, আমার এলাকায় মাদক কেনাবেচা হয় না, এটা যে কেউ যাচাই করতে পারবেন।

তিনি আরও জানান, পার্কের কিছু পশুপাখি চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।

আতাউর রহমান বাঁধন অভিযোগ করে বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে। যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তারা সরকারি বা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত