
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বড়াল নদীর বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী ৪৬তম নৌকাবাইচ প্রতিযোগিতা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ রোয়িং ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জমকালো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় মোট ৮টি পানসী নৌকা অংশগ্রহণ করে। এতে পাবনা জেলার বেড়া উপজেলার ভিটাপাড়া প্রামানিক ফাইটার প্রথম, একই উপজেলার আদম ব্রাদার্স দ্বিতীয় এবং শাহজাদপুরের রেশমবাড়ীর বাংলার বাঘ তৃতীয় স্থান অর্জন করে।
হাজারো দর্শকের উপস্থিতিতে বড়াল নদীর দুই তীর উৎসবে মুখরিত হয়ে ওঠে। মাঝি-মাল্লাদের প্রাণঢালা স্লোগান আর ছন্দময় বৈঠা চালনায় চারপাশে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ। নদীর পাড় ছাড়াও বাঘাবাড়ী সেতুর ওপর দাঁড়িয়েও অসংখ্য মানুষ প্রতিযোগিতা উপভোগ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুবুল আলম। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব যুগ্মসচিব আবুল হাসান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন এবং বাংলাদেশ রোয়িং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই নৌকা ও বিভিন্ন যানবাহনে করে নদীর দুই তীরে জড়ো হয় হাজার হাজার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে নানা শ্রেণি-পেশার দর্শক এ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।