আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় উত্তরায় বিমান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু: ডা. সায়েদুর রহমান

উত্তরায় বিমান দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু: ডা. সায়েদুর রহমান

by Prokash Kal
১৭১ views

প্রকাশকাল ডেস্ক:

উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তিন জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। সোমবার (২১ জুলাই) বিকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘এটা একটি বড় ধরনের ঘটনা। আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছেন এবং ঢাকা মেডিক্যাল কলেজও যোগাযোগের মধ্যে আছে। রোগীদের ঢাকা মেডিক্যালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত এখানে ৬০ জনের মতো ভর্তি করা হয়েছে আরও ১০-১৫ জন ভর্তি করার মতো সক্ষমতা এখানে আছে। এরপর ঢাকা মেডিক্যাল প্রস্তুত আছে। এরপর যারা আসবেন, তাদের সেখানে নেওয়া হবে।

এ দুর্ঘটনায় মৃত্যুর তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে একজন এবং কুর্মিটোলা হাসপাতালে দুজন মারা গেছেন। এখানে আসা রোগীদের মধ্যে শিশু অনেকেই এসেছে। তাদের অনেকের জীবন ঝুঁকির মধ্যে আছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, বিশেষজ্ঞদল নিযুক্ত করা হয়েছে। তারা কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দেবেন।’

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত