
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন তকত্তিপুর মোড় এলাকা থেকে সবুর হত্যা মামলার মূলহোতা রুহুল আমিন (২০) কে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার রুহুল আমিন শিবগঞ্জ থানার মোঃ মনিরুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিকেলে মাছ ধরার কথা বলে ভিকটিম সৈবুর রহমানকে (২৪) ডেকে নেয় রুহুল আমিন ও তার সহযোগী সাহেব আলী। এরপর সবুর নিখোঁজ হন। ৩১ জুলাই রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়।
এ ঘটনায় নিহতের ভাই খাইরুল ইসলাম বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, রুহুল আমিন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।