
শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিটেইল্ড প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই দীর্ঘদিনের অনশন ভাঙা শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। শাহজাদপুরে বইছে উৎসবের আমেজ।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দীর্ঘদিন ধরে অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে অনশন পালন করছিলেন। একনেকের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালে প্রাথমিকভাবে ৯ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হলেও সাতবার সংশোধনের পর বর্তমানে ব্যয় নির্ধারিত হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পের কাজ শুরু হবে ২০২৫ সালের মার্চে এবং শেষ হবে ২০২৯ সালের ফেব্রুয়ারিতে।
বর্তমানে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা বিভাগে ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদান করছেন ৩৪ জন শিক্ষক। এছাড়া ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী অস্থায়ী ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন। বর্তমানে শাহজাদপুর পৌর শহরের শাহজাদপুর মহিলা কলেজ ও ছাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ কর্মসূচি বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ডিপিপি অনুমোদনের দাবিতে আন্দোলন শুরু করেন। এসময় তারা মানববন্ধন, পথনাটক, প্রতীকী ক্লাস, মহাসড়ক ও রেলপথ অবরোধ, যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সড়ক অবরোধ এবং আমরণ অনশন পালন করেন। অবশেষে তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে ডিপিপি অনুমোদিত হলো।