আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

রাজশাহীতে গণপিটুনিতে যুবলীগ কর্মী নিহত

by Prokash Kal
২৪৬ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে দুর্বৃত্তদের গণপিটুনি ও ছুরিকাঘাতে মীম নামে এক যুবকলীগের কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এর আগে রাত সাড়ে ৯ টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় দূর্বৃত্তরা তাকে দেখে গণপিটুনী দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে জরুরী বিভাগের সামনে ফেলে রেখে চলে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

পরে হাসপাতালের ট্রলিম্যানরা তাকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। নিহত মীম রাজশাহী রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মোমিন।

গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দু হাতে গুলি চালানো গ্রেপ্তার যুবলীগ নেতা রুবেলের নিকট আত্মীয় ও সহযোগী ছিলেন মীম।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, নিহত মীম যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়াও এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত