
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরে নেসকো ডিবিশোন ও মিটার পাঠক কর্মকর্তা মো সালাউদ্দিন আল সবুজ কে মারধর করে যখম করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার ( ২৬ অক্টোবর) বিকেল পাঁচটায় নগরের কয়েদদাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ বিষয়ে সবুজ বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায় , সবুজ কয়েদদাড়া এলাকায় মিটার রিডিং এর কাজ করার সময় এলাকার বাসিন্দা মৃত মোস্তফার ছেলে মো বাবুল আক্তার (৪৫) এর মিটার দেখতে গেলে বাবুল অকথ্য ভাষায় গালিগালাজ করে মিটার রিডিং তুলতে বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা দিতে নিষেধ করলে বাবুল সেন্ডেল খুলে মারে। আত্মরক্ষার জন্য সবুজ তাকে ধাক্কা দিলে সে হাসুয়া দিয়ে মারলে সবুজ এর ডান হাতের শাহাদত আঙ্গুল কেটে যায় এবং সেখানে সাতটি সেলাই লাগে।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, অভিযোগটি হাতে পেয়েছি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।