আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ

by Prokash Kal
১৪৩ views

প্রকাশকাল ডেস্ক:
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন তিনি।

এই অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে উপস্থিত। একযুগ ধরে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে তিনি সুযোগ পেয়েছেন। আমরা গর্বিত, তাকে আমরা এই সুযোগ দিতে পেরেছি।

এসময় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন, সেইসাথে অনুষ্ঠানে যোগ দেবার জন্য বিশেষ ধন্যবাদ জানান।

বক্তব্য শেষ হলে খালেদা জিয়ার সাথে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস। বেশ কিছুক্ষণ তাদের আলাপ করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১২ সালে সবশেষ সেনাকুঞ্জে এসেছিলেন খালেদা জিয়া। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। ২০১৮ সালের পর এই প্রথম তাকে জনসমক্ষে দেখা গেল।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত