আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশনে’ যাচ্ছে ডিবি

by Prokash Kal
৯৪ views

প্রকাশকাল ডেস্ক:
রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে ডিবির পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

অতিরিক্ত কমিশনার জানান, রাজধানীতে চুরি-ছিনতাই ও ডাকাতি জড়িত বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যেই রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলেও আশা করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান।

মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত