আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে চুরি হওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি

রাজশাহীতে চুরি হওয়া অর্ধশত মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি

by Prokash Kal
১০৩ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (১ মার্চ) সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৫ মাসে উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসে আরএমপির অন্যান্য থানা ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইলগুলো থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী মহানগরী ও দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি (জেনারেল ডায়েরি) করা হয়েছিল। এসব জিডির তথ্য বিশ্লেষণ করে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। ফেব্রুয়ারি মাসে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আরএমপির ১২ থানা মিলে মোট ১০৩ টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। আজ আমরা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত। আমরা সব সময় নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি এধরণের সেবা দিয়ে থাকি।

তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করেছে। এমনকি তারা ৫ বছর আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে। এটা পুলিশের বড় একটা অর্জন। মোবাইল ফোন হারালে বা চুরি হলে দ্রুত পুলিশের সাহায্য নিতে বলেন। তিনি আরও বলেন, আরএমপির লক্ষ্য রাজশাহী শহরকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা, যেখানে নাগরিকরা নিশ্চিন্তে বসবাস করতে পারেন।

হারানো মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ফোনের প্রকৃত মালিকরা তাদের মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত