আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home জাতীয় জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা

by Prokash Kal
১৮৩ views

প্রকাশকাল ডেস্ক:
আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে। পরবর্তীতে সেই আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো কিছু আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। এ আইনের অধীনে একটা স্থায়ী গুম কমিশন থাকবে।

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিল। এই আইনের ব্যাপারে আন্তরিক হবে দল দু’টি এমনটাই মনে করেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটি করেনি। সরকারি কর্মচারীরা যে দাবি দিয়েছে সেগুলো বিবেচনা করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়া হবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত