
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বাধা দেন নেসেটের দুই সদস্য। তারা হলেন আয়মেন ওদেহ এবং ওফার কাসিফ। বামপন্থি এবং আরব বংশোদ্ভূত তারা।
এসময় তারা ট্রাম্পবিরোধী স্লোগান দেন। এক পর্যায়ে ভাষণ থামাতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের দুই সদস্যকে এবং রীতিমতো ঘাড় ধরে বের করে দেন।
ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ।
এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করেন।