১৮


প্রকাশকাল ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে এনসিপির পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করা হয়।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় বলে জানায় দলটি।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৮ ডিসেম্বর থেকে জামায়াতসহ আট দলের সঙ্গে আসন সমঝোতায় সম্পৃক্ত হয় এনসিপি। একই দিনে কর্নেল (অব.) অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ওই জোটে অন্তর্ভুক্ত হয়।
