আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী বাগমারায় শতাধিক বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাগমারায় শতাধিক বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Prokash Kal
৫৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার জোতিনগঞ্জ বাজার এলাকা থেকে ১১৬ বোতল অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত মোঃ হোসেন আলী (৫০) বাগমারা থানার মন্দিয়াল মধ্যপাড়া এলাকার মৃত রিক প্রামাণিকের বাসিন্দা।

সোমবার (৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১৬ বোতল (প্রায় ১১.৬ লিটার) অ্যালকোহল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, হোসেন আলী দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তিনি রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে কিশোর ও যুবকদের কাছে বিক্রি করতেন।

এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত