আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীতে আশা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজশাহীতে আশা’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

by Prokash Kal
২৭ views

নিজস্ব প্রতিবেদক:

ক্ষুদ্রঋণ সেবাদানকারী প্রতিষ্ঠান আশার উদ্যোগে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে “মতবিনিময় সভা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. রকিবুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (এস.এ শাখা ও মিডিয়া সেল), রাজশাহী জেলা প্রশাসন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ আসাদুল আউয়াল, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী। এছাড়া আশা কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার ডেপুটি ডিরেক্টর জনাব আহমেদ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন জনাব মো. রফিকুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, আশা রাজশাহী বিভাগ। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ মুজাহিদ হোসেন, মোঃ শরিফুল ইসলাম, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার এবং আব্দুল লতিফ, বিডিএস, আশা রাজশাহী সদরসহ বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মকর্তাবৃন্দ।

সভায় আশার কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, এবং সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, “আশা” বিশ্বের অন্যতম স্বনির্ভর ও স্ব-অর্থায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, যা চার দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে ২২৬টি ব্রাঞ্চের মাধ্যমে ৬ লাখ ৮০ হাজারেরও বেশি ঋণগ্রহীতাকে ৪,২৮৮ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ৪,৪৮০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভাগে ১,০৬৯টি কেন্দ্রে ৩৫,৬৫৬ জন শিক্ষার্থী আশা-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের আওতায় পড়াশোনা করছে।

ফিজিওথেরাপি ও স্বাস্থ্য সেবার আওতায় রাজশাহী বিভাগে ১,২৩,৪২০ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। সদস্যদের মধ্যে ৩৬১২ জনকে ১৫.১৯ কোটি টাকা বীমা দাবি পরিশোধ, ১৯৮৮ জনকে ৫১.৫৮ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা, এবং ৬৬৭ জন মৃত সদস্যের পরিবারকে দাফন-কাফনের জন্য ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

রাজশাহী জেলায় ২০২৪-২৫ অর্থবছরে ২.২২ লক্ষ জনকে ১,২৭৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, এবং চলতি অর্থবছরে ১,৪৯২ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নেওয়া হয়েছে।

সভায় বক্তারা আশা’র সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন: শিক্ষা সহায়তা, স্বাস্থ্য সেবা, স্যানিটেশন ঋণ, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, এবং করোনা-পরবর্তী সময়ে সার্ভিস চার্জ মওকুফের উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের সহ সভাপতি মো শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, প্রতিদিনের কাগজের ব্যুরো প্রধান রাজীব আলী, প্রকাশকলের বার্তা সম্পাদক সাহিদ হাসানসহ বিভিন্ন ব্রডকাস্ট, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত