আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home Health  রাজশাহীতে বাড়ছে এইডস

 রাজশাহীতে বাড়ছে এইডস

by Prokash Kal
৬৬ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নতুন করে আরও ২৮ জনের দেহে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন হিজড়াও রয়েছেন। একই সময়ে একজন রোগী এইডস-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাজশাহীতে যৌনকর্মীদের চেয়ে সমকামী সম্পর্কের মাধ্যমেই সংক্রমণ বেশি ছড়াচ্ছে।

রামেকের এইচটিসি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত রাজশাহীতে মোট ৯৩ জন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন; এর মধ্যে মারা গেছেন আটজন। চলতি বছর এখন পর্যন্ত ২ হাজার ৩৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ২৫ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন হিজড়া এইচআইভি পজিটিভ শনাক্ত হন। আক্রান্তদের বেশিরভাগের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন পরীক্ষা করাতে আসেন এইচটিসি সেন্টারে। কাউন্সেলিংয়ের সময় তাদের জানানো হয়, এইচআইভি এখন আর মৃত্যুদণ্ড নয়; নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবনে স্বাভাবিক জীবনযাপন সম্ভব।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ২৭ জন আক্রান্তের মধ্যে ১৬ জন সমকামী সম্পর্কের মাধ্যমে, ১০ জন যৌনকর্মীর মাধ্যমে এবং ১ জন রক্তের মাধ্যমে সংক্রমিত হন। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত শনাক্ত ২৮ জনের মধ্যে ১৭ জন সমকামী সম্পর্কের মাধ্যমে, ১০ জন যৌনকর্মীর মাধ্যমে এবং ১ জন রক্ত থেকে সংক্রমিত হয়েছেন।

একজন এইচআইভি আক্রান্ত ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোগটি জানার পর মনে হয়েছিল জীবন শেষ। পরে রামেকে কাউন্সেলিংয়ে এসে বুঝলাম, এটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নিয়মিত ওষুধ নিলে ভালো থাকা যায়।

রামেকের এইচটিসি সেন্টারের কাউন্সেলর রেজাউল করিম বলেন, ২০১৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৯৩ জন পজিটিভ। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবেন। আমরা তাদের নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিকভাবে দৃঢ় থাকার পরামর্শ দিই।

এইচটিসি সেন্টারের ফোকাল পারসন ডা. ইবরাহীম মো. শরফ বলেন, অরক্ষিত যৌন সম্পর্ক- নারী-পুরুষ বা পুরুষ-পুরুষ এইচআইভি ছড়ানোর প্রধান কারণ। এছাড়া গর্ভকালীন সময়, সন্তান জন্মের সময় ও দুধ পান করানোর মাধ্যমেও সংক্রমণ হতে পারে।

তিনি আরও বলেন, প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিবার যৌনমিলনে কনডম ব্যবহার, একাধিক যৌনসঙ্গী এড়িয়ে চলা, রক্ত বা অঙ্গ প্রতিস্থাপনের আগে পরীক্ষা করা এবং ব্যবহৃত সূঁচ পুনরায় ব্যবহার না করা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ জানান, আমাদের এখানে এইচআইভি টেস্ট ও কাউন্সেলিং হয়। তবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি ট্রিটমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। রুম রেনোভেশন চলছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যেই চালু হবে। তখন আর রোগীদের বগুড়া যেতে হবে না।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত