
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সুমন (২৬) কে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন চারঘাট থানার মোঃ এমদাদুলের ছেলে।
জানা যায়, ছয় বছর আগে সুমন ও ভিকটিমের বিয়ে হলেও দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে বিয়ের প্রলোভন দেখিয়ে সুমন গত ২৫ সেপ্টেম্বর চারঘাটের সাদিপুর এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
পরে ভিকটিম নিজেই চারঘাট থানায় মামলা দায়ের করেন। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরে অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।