আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজশাহী রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক

by Prokash Kal
২৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও কীটনাশক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ নভেম্বর ) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ০৩টা ২০ মিনিট থেকে ০৪টা ১৫ মিনিট পর্যন্ত মীরগঞ্জ ও আলাইপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল দুটি পৃথক অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৭৮/২-এস হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় একটি পরিত্যক্ত বস্তা থেকে ১৯ বোতল ভারতীয় Old Monk রাম ও ১০ বোতল জেডি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ৩০ প্যাকেট ভারতীয় ব্র্যান্ডের কীটনাশক MANCOZEB 75% DITHANEM-45 (ফুল ও ফলের ভিটামিন) আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাঘা থানায় এবং কীটনাশকসমূহ রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত