আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
Home বিনোদন ‘কেজিএফ’ অভিনেতা হরিশ মারা গেছে

‘কেজিএফ’ অভিনেতা হরিশ মারা গেছে

by Prokash Kal
২৩ views

প্রকাশকাল ডেস্ক:
ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হরিশ রায় মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৫৫ বছর বয়সে শেষ বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ‘কেজিএফ’ সিনেমায় রকির চাচার ভূমিকায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান হরিশ রায়।

জানা গেছে, ‘কেজিএফ ২’-এর শুটিং চলাকালীনও ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন তিনি। নিজের অসুস্থতার বিষয়টি এক সাক্ষাৎকারে প্রকাশ করে অভিনেতা জানিয়েছিলেন, ঘাড়ে ক্যান্সারের কারণে ফোলাভাব লুকাতেই তিনি ছবিতে দাড়ি রেখেছিলেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, হরিশ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত ছিলেন, যা ধীরে ধীরে তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে। এতে তার শারীরিক গঠন ভেঙে যায়, পেট ফুলে ওঠে এবং শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তিন বছরের বেশি সময় ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

অর্থনৈতিক সংকটের কারণে চিকিৎসা প্রক্রিয়া অনেক সময় পিছিয়ে যায় বলেও জানিয়েছিলেন হরিশ।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘টাকা না থাকায় আমি অস্ত্রোপচার করাতে পারিনি। ‘কেজিএফ’ মুক্তির পর কিছুটা আশার আলো দেখেছিলাম, কিন্তু তখন ক্যান্সার চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।’

কর্মজীবনে হরিশ রায় কন্নড়, তামিল ও তেলুগু ভাষার অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘নাল্লা’ এবং কেজিএফ সিরিজ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত