আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত

by Prokash Kal
২১ views

প্রকাশকাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। কিন্তু দুপুরের দিকে হামিদুর রহমান আযাদ বলেন, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধানী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ দুপুর তিনটায় ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক হবে। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি।

এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত