আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home বিনোদন অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন

অভিনেতা ফিশ ভেঙ্কট মারা গেছেন

by Prokash Kal
১৫৫ views

প্রকাশকাল ডেস্ক:

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা ফিশ ভেঙ্কট আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগে গত শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।

জানা গেছে, অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে ফিশ ভেঙ্কটের শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এ জন্য প্রয়োজন হয় প্রায় ৫০ লাখ রুপি। ভেঙ্কটের মেয়ে শ্রাবন্তী এক ভিডিও বার্তায় জনসাধারণের কাছে আর্থিক সহায়তার আবেদনও জানান।

১৯৭১ সালে জন্ম নেওয়া ফিশ ভেঙ্কটের চলচ্চিত্র জীবন শুরু হয় ২০০১ সালে, পাওয়ান কল্যাণ অভিনীত ‘খুশি’ সিনেমা দিয়ে। এরপর ‘আদি’, ‘বান্নি’, ‘ধী’, ‘অধুর্স’, ‘ডিজে টিল্লু’, ‘মা উইন্থা গাধা বিনুমা’সহ বহু তেলেগু ছবিতে তিনি অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন।

হাস্যরসাত্মক চরিত্রে তাঁর সময়জ্ঞান, সংলাপ বলার ধরন ও শরীরী ভাষা দর্শকদের কাছে আলাদা পরিচিতি পায়। খল চরিত্রেও অভিনয় করেছেন এ অভিনেতা। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কফি উইথ আ কিলার’। যেখানে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।

তেলেগু সিনেমার কৌতুকভিত্তিক চরিত্রগুলোর মধ্যে ফিশ ভেঙ্কট নিজের একটি ঘরানা তৈরি করেছিলেন। তাঁর প্রয়াণ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সহশিল্পীরা। দীর্ঘ সময় সিনেমার পর্দায় দর্শকদের হাসির খোরাক জোগানো এই অভিনেতার মৃত্যুতে তেলেগু সিনেপ্রেমীরা শোকাহত।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত