আজ- মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home রাজনীতি আলোচিত সোহাগ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনসাফ পার্টি

আলোচিত সোহাগ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনসাফ পার্টি

by Prokash Kal
১৬৮ views

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নতুন বাংলাদেশ ইনসাফ পার্টি (NBIP) ।

শনিবার (১২ জুলাই) কেন্দ্রীয় কমিটির জরুরি সভা শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ সোহাগসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। একইসঙ্গে জুলাই ২০২৪ পরবর্তী ‘নতুন বাংলাদেশে’ সকল প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

 সভায় সভাপতিত্ব করেন NBIP কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ এফ এম হানিফ সর্দ্দার। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নতুন বাংলাদেশে মানুষ হত্যা ও চাঁদাবাজির জায়গা নেই। ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

সভা শেষে একটি প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয় এবং দেশব্যাপী সাংগঠনিকভাবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত