আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home আন্তর্জাতিক ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

ইসরাইলকে শাস্তি দেওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

by Prokash Kal
৩৮ views

প্রকাশকাল ডেস্ক:

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ‘দ্বৈত নীতি’ বন্ধ করে ইসরাইলকে ‘অপরাধের’ জন্য শাস্তি দিতে রোববার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

দোহায় হামাস নেতাদের ওপর ইসরাইলের বিমান হামলার প্রতিক্রিয়ায় ডাকা জরুরি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গতকাল রোববার অনুষ্ঠিত প্রস্তুতিমূলক বৈঠকের বক্তৃতায় এ আহ্বান জানান আল থানি।

এক মার্কিন মিত্রের ভূখণ্ডে অন্য মার্কিন মিত্রের দ্বারা পরিচালিত এই মারাত্মক হামলা সমালোচনার ঝড় তুলেছে। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দাও রয়েছে। তবুও তিনি ইসরাইলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ইসরাইলে পাঠিয়েছেন।

দোহা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার আরব ও ইসলামী নেতাদের জরুরি বৈঠকটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে ঐক্যের এক স্পষ্ট প্রদর্শন হিসেবে কাজ করবে।

এ বৈঠক ইসরাইলের ওপর আরও চাপ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রটি ইতোমধ্যেই গাজায় যুদ্ধ এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ মানবিক সংকটের অবসান ঘটাতে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দ্বৈত নীতি অবলম্বন বন্ধ করে, ইসরাইলকে তার সব অপরাধের জন্য শাস্তি দেওয়ার সময় এসেছে আর ইসরাইলকেও বুঝতে হবে, আমাদের ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তারা যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেটি কখনোই সফল হবে না। ইসরাইলের এই অমানবিক দমন-পীড়নের লক্ষ্য হলো ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উৎখাত করা।’

তিনি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হওয়া, দেশটিকে সাধারণ ফিলিস্তিনি জনগণের ওপর এই অমানবিক দমন অভিযান অব্যাহত রাখতে উৎসাহিত করছে।

আজ সোমবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্মেলনের প্রাক্কালে গতকাল রোববার দোহায় পৌঁছেছেন।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সমাবেশে যোগ দেবেন কি-না, তা এখনও স্পষ্ট নয়। যদিও তিনি প্রতিবেশী দেশটির সঙ্গে সংহতির প্রদর্শনের জন্য এই সপ্তাহের শুরুতে কাতার সফর করেছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত