৩৮


প্রকাশকাল ডেস্ক:
গাজা সিটিতে ইসরাইলি সেনাবাহিনীর হামলা জোরদার করা হয়েছে। শুক্রবার ইসরাইলি বাহিনীর এই সামরিক হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে অর্ধশত মানুষ নিহত হয়েছে। ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইসরাইল বলেছে, তারা ভূখণ্ডের বৃহত্তম নগর কেন্দ্রটি দখল করতে চায়, তারা স্থানটিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি বলে দাবি করছে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্যরা এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে যে ইতোমধ্যেই ভয়াবহ মানবিক পরিস্থিতির মধ্যে থাকা গাজা নগরীর পরিস্থিতির আরো অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে জাতিসংঘ সেখানে দুর্ভিক্ষ ঘোষণা করেছে।