
প্রকাশকাল ডেস্ক:
চাহিদা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চাল মজুদে কোন ঘাটতি নাই। তবে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি থাকলে তা নিরসনে সরকার সচেষ্ট রয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
সুবিধাবঞ্চিত এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। দেশের প্রকৃত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ভর্তুকি মূল্যে খাদ্য পণ্য পৌঁছে দেয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে টিসিবিতে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় ঘাটতি ছিল। এই ঘাটতিটাকে সঠিক পথে আনবার জন্যই প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা।