আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আসামি সাভার থেকে গ্রেফতার

by Prokash Kal
২৪১ views

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. মাসুদ (৩০)‌ কে সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৪ এর যৌথ দল।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা জেলার সাভার থানার আকরান বউ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাসুদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়ার মৃত আনসার আলীর ছেলে।

জানা গেছে, গত ৯ জুলাই ভোরে মাদকসেবনের টাকা না পেয়ে নিজ মাকে মারধর করে ভিকটিম মাহাবুর ইসলাম বাবু। এরপর প্রতিবেশীদের সহায়তায় তাকে বেঁধে শাসনের নামে মারধর করলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরদিন নিহতের বোন শিরিন ইয়াসমিন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত