আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home খেলা টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

by Prokash Kal
৬৮ views

প্রকাশকাল ডেস্ক:
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছেন লিটন দাস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তার আগে নেদারল্যান্ডস সিরিজটিই বাংলাদেশের প্রস্তুতির বড় সুযোগ। শক্তি ও ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ। সিলেটে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে পাঁচবার, যেখানে চারবার হেরেছে নেদারল্যান্ডস, জয় পেয়েছে মাত্র একবার। তবুও আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজে বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সগৌরব উপস্থিতি থাকে নিয়মিতই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা হারিয়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে।

এদিকে দুই বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়ে একাদশেও ঢুকে গেলেন সাইফ হাসান। একাদশে নেই শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। স্পিনে শেখ মেহেদি হাসানের সঙ্গে আছেন রিশাদ হোসেন। প্রয়োজনে হাত ঘুরাতে পারবেন সাইফ। পেস বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। বাকি দুই পেসার হচ্ছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রিশাদ হোসেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত