আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের পাবনার আহ্বায়ক রকিবুল- সদস্য সচিব প্রিন্স

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পরিষদের পাবনার আহ্বায়ক রকিবুল- সদস্য সচিব প্রিন্স

by Prokash Kal
১৪৯ views

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ, পাবনার জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির পাবনার জেলার সিনিয়র সহ-সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল ইসলাম ও সদস্য সচিব হয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌ: প্রিন্স ইসলাম বাপ্পী।

গত ২৮ আগস্ট বৃহস্পতিবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে পাবনার জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এবং পাবনা জেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের উপস্থিতিতে ১৭১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর পাবনা জেলা শাখার সভাপতি প্রকৌ: মোঃ রকিবুল হাসান।

উল্লেখ্য যে, ৩০ আগস্ট শনিবার বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ: মোঃ আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌ: মোঃ ইমাদ উদ্দীন এর যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন করেন।

সাম্প্রতিককালে ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেশে চলমান আন্দোলনে ডিপ্লোমা প্রকৌশলীদের নেতৃত্ব দিচ্ছেন এই সংগ্রাম পরিষদ। তারা ০৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত