আজ- সোমবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি শিক্ষার্থীদের

by Prokash Kal
১৭০ views

শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে শাহজাদপুরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় হাটিকুমরুল গোলচত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ডিপিপি দ্রুত অনুমোদন না হলে ৪৮ ঘণ্টা পর থেকে আমরা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করবো।”

শিক্ষার্থীরা আরও জানান, শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করে আসছে কর্তৃপক্ষ। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছাড়া শিক্ষার স্বাভাবিক পরিবেশ সম্ভব নয়।

এর আগে সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অর্ধদিবস প্রশাসনিক কর্মবিরতি পালন করেন। পাশাপাশি ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ের কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য প্রস্তাবিত মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি এখনও অনুমোদন পায়নি। ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

গত ২৬ জুলাই ২০২৫, শনিবার ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ের কর্মসূচিও বর্জন করে শিক্ষক ও শিক্ষার্থীরা এই দাবি আদায়ের আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় সকল শর্ত পূরণ ও প্রমাণাদি জমা দেওয়ার পরও অজানা কারণে এ প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন মহলে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, ন্যায্য দাবিকে উপেক্ষা করে উচ্চশিক্ষার পরিবেশকে নষ্ট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলন আরও তীব্র হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত