আজ- রবিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
Home সারাদেশ নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা ও পণ্য ধ্বংস 

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানাকে জরিমানা ও পণ্য ধ্বংস 

by Prokash Kal
১৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুর উপজেলায় নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও কেক উৎপাদন ও বিপণনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (২৯ জুলাই) পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক ৬০ কেজি নকল পণ্য ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন, লালপুর ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান।

অভিযান চলাকালে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন সহযোগিতা করেন।

বিএসটিআই সূত্র জানায়, সিএম লাইসেন্স গ্রহণ না করে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে নকল রোবো ব্র্যান্ডের আইস ললি ও আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে ‘দেশ আইসক্রিম ফ্যাক্টরি’, ধনঞ্জয়পাড়া, আব্দুলপুর, লালপুরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফ্যাক্টরিতে মজুত আনুমানিক ৬০ কেজি নকল আইস ললি ও আইসক্রিম ধ্বংস করা হয়।

এ ছাড়া মান সনদ গ্রহণ না করে কেক উৎপাদন ও বিক্রি করায় ‘পুতুল বেকারি’, কামারহাটি, আব্দুলপুর, লালপুরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নকল খাদ্যপণ্য বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত